ইউক্রেনে হামলা করার পর রাশিয়ার ওপর অসংখ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। নিষেধাজ্ঞার কারণে রাশিয়ায় পণ্য আমদানি-রপ্তানিতে ব্যাঘাত ঘটছে। যা তাদের পুরো অর্থনৈতিক ব্যবস্থার ওপর প্রভাব ফেলেছে। আর এরমধ্যে জানা গেল নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়া ভারতের কাছে পণ্য চেয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের কাছে পাঁচশরও বেশি ধরনের পণ্য চেয়ে একটি তালিকা পাঠিয়েছে রাশিয়া। সেসব পণ্যের মধ্যে রয়েছে গাড়ি, বিমান এবং ট্রেনের যন্ত্রাংশ। সংশ্লিষ্ট চারটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। নিষেধাজ্ঞার কারণে যন্ত্রাংশ না পাওয়ায় এসব সেবা চালু রাখতে হিমশিম খাচ্ছে রাশিয়া।

সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, তারা রাশিয়ার পাঠানো এ তালিকা দেখেছে। তালিকায় যেসব পণ্যের চাহিদা দেওয়া হয়েছে সেগুলো সব পাঠানো যাবে কিনা বা পরিমাণ কেমন হবে সেটি নিয়েও অস্পষ্টতা রয়েছে। সরকারি একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, রাশিয়ার কাছ থেকে এমন চিঠি পাওয়ার বিষয়টি অস্বাভাবিক।

সূত্রটি আরও জানিয়েছে, ভারত এ ধরনের বাণিজ্য করতে আগ্রহী। তারা রাশিয়ার সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতেও কাজ করছে। তবে কিছু কোম্পানি মস্কোর সঙ্গে ব্যবসা করতে দ্বিধাদ্বন্দ্বে আছে। কারণ তাদের ভয়, হয়ত পশ্চিমা নিষেধাজ্ঞার নিয়ম-নীতি ভাঙার কবলে পড়ে যেতে পারে তারা।

রাশিয়ার একটি সূত্র নাম গোপন রাখার শর্তে জানিয়েছে, দেশটির বাণিজ্য মন্ত্রণালয় বড় বড় কোম্পানির কাছে তালিকা চেয়েছে তাদের কি ধরনের এবং কতটা কাঁচামাল প্রয়োজন।

এদিকে এ তালিকার ব্যাপারে মন্তব্য নিতে রাশিয়ার বাণিজ্য মন্ত্রণালয়, ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর দপ্তরে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাদের কোনো জবাব দেওয়া হয়নি।

গত ৭ নভেম্বর রাশিয়া সফরে যান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এর কয়েক সপ্তাহ আগে রাশিয়ার পক্ষ থেকে এ তালিকা পাঠানো হয়। জয়শঙ্করের মস্কো সফরে এ নিয়ে কি আলোচনা হয়েছে তাও নিশ্চিত নয়। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ওই সময় জানিয়েছিলেন, রাশিয়ার সঙ্গে বাণিজ্য বাড়াতে চান তারা। তিনি ওই সফরে বেশ কয়েকজন ব্যবসায়ীকেও নিয়ে গিয়েছিলেন।