আর্ন্তজাতিক ডেস্ক:  মিয়ানমারে জাতিগত সংখ্যালঘু একটি গোষ্ঠীর কনসার্ট চলাকালে সেনাবাহিনীর চালানো বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। বিবিসি জানিয়েছে, এ ঘটনায় আরো অন্তত ১০০ জন আহত হয়েছে।

মিয়ানমারের উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যে রবিবার রাতে বিমান হামলাটি চালানো হয়েছে বলে সোমবার জানিয়েছে বিবিসি। এতে সাধারণ মানুষ ও বিশিষ্ট স্থানীয় গায়কসহ কাচিন ইনডিপেনডেন্স আর্মির (কেআইএ) কর্মকর্তারা নিহত হয়েছেন।

 

 

প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, তিনটি জঙ্গিবিমান থেকে হামলা চালানো হয়েছে। তবে সেনাবাহিনী এ হামলার ঘটনা এখনো নিশ্চিত করেনি।

মিয়ানমারের জান্তা সরকারের মুখপাত্রকে তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। হামলার বিষয়টি তাৎক্ষণিকভাবে যাচাই করে দেখা যায়নি। হামলাটি হপাকান্ত শহরের এ নাং পা অঞ্চলে করা হয়েছিল বলে জানানো হয়েছে রয়টার্সের প্রতিবেদনে।

২০২১ সালের শুরুতে সেনা অভ্যুত্থানে অং সান সু চির নির্বাচিত সরকার উৎখাত হওয়ার পর থেকেই মিয়ানমারে সহিংসতা চলছে। এর মধ্যে জান্তা সরকারের বিরুদ্ধে দেশজুড়ে সশস্ত্র আন্দোলনও ঘটতে দেখা যাচ্ছে। এ আন্দোলন প্রাণঘাতী শক্তি প্রয়োগ করে দমন করছে সামরিক বাহিনী।
সূত্র : বিবিসি, রয়টার্স।