আর্ন্তজাতিক ডেস্ক: ভারতশাসিত কাশ্মীরের একজন পুলিৎজার বিজয়ী ফটো সাংবাদিক বলেছেন, দিল্লি বিমানবন্দরে অভিবাসন কর্তৃপক্ষ তাকে যুক্তরাষ্ট্রে যেতে বাধা দিয়েছে।
কভিড-১৯ মহামারির কভারেজের জন্য সানা ইরশাদ মাট্টু নামের ওই সাংবাদিক সম্মানজনক পুলিৎজারে ভূষিত হয়েছিলেন। তিনি পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।
সানা মাট্টু বলেছেন, বৈধ ভিসা এবং টিকিট থাকা সত্ত্বেও তাকে আটকে দেওয়া হয়।
কেন তাকে আটকানো হয়েছে সে বিষয়ে ভারতীয় সরকার কোনো বক্তব্য দেয়নি।
তবে সংবাদ সংস্থা পিটিআই জম্মু ও কাশ্মীর পুলিশ কর্মকর্তাদের উদ্ধৃত করে বলেছে, সানা ইরশাদ মাট্টুকে ‘উড্ডয়ন নিষিদ্ধ’ তালিকায় রাখা হয়েছে।
সানা মাট্টু বলেন, গত চার মাসে এটি এ ধরনের দ্বিতীয় ঘটনা। বিবিসিকে তিনি বলেন, কর্মকর্তাদের কাছে কারণ জানতে চাইলেও কিছু জানানো হয়নি।
পুলিৎজারকে ‘প্রত্যেক সাংবাদিকের স্বপ্ন’ আখ্যায়িত করে মাট্টু বলেন, পুরস্কার অনুষ্ঠানে যোগদানের সুযোগ না পেয়ে তার ‘মন ভেঙে গেছে’।
এ বছর বেশ কিছু কর্মী ও সাংবাদিককে ভারত সরকার দেশ ত্যাগ বা প্রবেশে বাধা দিয়েছে। ওয়াশিংটন পোস্টের জন্য লেখা সাংবাদিক রানা আইয়ুবকে মার্চ মাসে একটি বক্তৃতা দিতে যুক্তরাজ্যগামী ফ্লাইটে ওঠার সময় মুম্বাই বিমানবন্দরে থামানো হয়।
ওই সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আপিল জিতে আইয়ুব কয়েক দিন পর ভ্রমণের অনুমতি পান।
এপ্রিলে অ্যামনেস্টি ভারত শাখার সাবেক প্রধান আকর প্যাটেলকে বেঙ্গালুরু বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের একটি ফ্লাইটে উঠতে দুইবার বাধা দেওয়া হয়।
সূত্র : বিবিসি