নিউইয়র্ক: মার্বেল গেটের কাছে প্রায় তিন হাজার মেডেলিয়নের লোন রয়েছে। তা থাকলেও এখন পর্যন্ত সবাই লোন ফরগিভনেসের জন্য আবেদন করেননি। আবেদনের শেষ দিন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২২৫ মিলিয়ন ডলার লোন মাফ নিয়েছেন এক হাজারের বেশি মেডেলিয়ন মালিক। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বড় একটি অংশ লোন ফরগিভনেসের জন্য আবেদন করেননি। তারা যাতে এখনো লোন ফরগিভনেস নিতে পারেন, সে জন্য এক সপ্তাহ সময় বাড়ানো হয়েছে। যারা এখনো আবেদন করেননি, তারা ৭ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারেন। সব শর্ত পূরণ করে লোন ফরগিভনেস নিতে পারবেন।
এদিকে নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের লেবার অর্গানাইজার টিপু সুলতান বলেন, অনেকেই সময় শেষ হওয়ার মধ্যে (৩০ সেপ্টেম্বর) আবেদন করেননি। ফলে তারা লোন ফরগিভনেস নিতে পারেননি। আমাদের কাছে কিছু কিছু কেস আসছে, যারা নিজেদের মধ্যে মেডেলিয়ন মালিকানা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। এই অন্তর্দ্বন্দ্বের কারণে তারা আবেদন করছেন না। কিন্তু তারা বুঝতে চাইছেন না তাদের মধ্যে যতই দ্বন্দ্ব থাক, এগুলো একসময় না একসময় মেটাতে পারবেন, আগে যাদের মালিকানা ছিল, তারাই মালিক থাকবেন এবং সম্মিলিতভাবেই যে কজন মালিক আছেন, তাদেরকে আবেদন করতে হবে। তিনি জানান, এই সময় বাড়াতে বিশেষ ভূমিকা রেখেছেন নিউইয়র্কের নির্বাচিত জনপ্রতিনিধিরা। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলেন আলেকজান্দ্রিয়া ওকাসিও, জোহরান মামদানিসহ কয়েকজন। এ ছাড়া সিনেট মেজরিটি লিডার চাক শ্যুমার এবং মেয়র অ্যাডামসও মেডেলিয়ন মালিকদের পক্ষে কাজ করছেন।
এদিকে ১৯ সেপ্টেম্বর থেকে এই লোন ফরগিভনেস শুরু হয় আর শেষ হবে ৭ অক্টোবর। এই সময়ের মধ্যে টিএলসির লং আইল্যান্ড সিটির অফিসে গিয়ে মেডেলিয়ন মালিকরা সরাসরি আবেদন করতে পারবেন। আইনি সহায়তাসহ প্রয়োজনীয় সহায়তা নিতে পারবেন। এ ছাড়া নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের মাধ্যমেও আবেদন করতে পারবেন।
এদিকে মার্বেল গেটের লোন ফরগিভনেস শুরু হলেও এখন পর্যন্ত অন্যান্য লেন্ডারের লোন ফরগিভনেস প্রোগ্রাম শুরু হয়নি। মার্বেল গেটপ্রতি গাড়িতে ১ লাখ ৭০ হাজার ডলার লোন মওকুফ করলেও অন্য লেন্ডাররা দিচ্ছে ১ লাখ ৬০ হাজার।
মেডেলিয়নের লোন : ১ সপ্তাহ বাড়ল ফর গিভনেসের সময়
প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৪, ১২:৫৬ পিএম



আন্তর্জাতিক রিলেটেড নিউজ

চীনে পর্যটকবাহী নৌকা উল্টে ১০ জনের মৃত্যু

মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

ভারত সফরে যাবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প

ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক

আইএস দমনে তালেবানকে সহযোগিতার ঘোষণা রাশিয়ার

টানা ১৫ ঘণ্টা সংবাদ সম্মেলন করে মালদ্বীপ প্রেসিডেন্টের বিশ্বরেকর্ড

সিঙ্গাপুরে টানা ১৪ বারের মতো জয় পেলো পিপলস অ্যাকশন পার্টি