ভারতের সঙ্গে সাম্প্রতিক সামরিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোতে একটি উচ্চপর্যায়ের কূটনৈতিক প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। রোববার (১৮ মে) রাষ্ট্রীয় গণমাধ্যম রেডিও পাকিস্তান জানায়, ভারতের ‘প্রপাগান্ডা’ বা ‘মিথ্যা প্রচারণা’ উন্মোচন করতে এই সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

জানা গেছে, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিকে টেলিফোনে প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছেন। প্রতিনিধি দলে আছেন ড. মুসাদিক মালিক, ইঞ্জিনিয়ার খুররম দস্তগীর, সিনেটর শেরি রহমান, হিনা রব্বানি খার, ফয়সাল সুবজওয়ারি, তেহমিনা জানজুয়া ও জালিল আব্বাস জিলানি।

 

এই প্রতিনিধিদল লন্ডন, ওয়াশিংটন, প্যারিস ও ব্রাসেলসে সফর করবে এবং ভারতের অপপ্রচার ও দক্ষিণ এশিয়ায় অস্থিরতা সৃষ্টির প্রচেষ্টা তুলে ধরবে। পাশাপাশি, তারা পাকিস্তানের শান্তি ও স্থিতিশীলতার প্রচেষ্টাও তুলে ধরবে।

এদিকে ভারতও ঘোষণা দিয়েছে যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরতে ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোসহ বিভিন্ন অংশীদার রাষ্ট্রে সাতটি অল-পার্টি প্রতিনিধি দল পাঠাবে।

 

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে হামলার পর ভারত কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করে। এর জেরেই ৬-৭ মে রাতে ভারত পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে বিমান হামলা চালায়, যার ফলে বেসামরিক প্রাণহানির ঘটনা ঘটে। পাকিস্তানও এর জবাবে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে। পাল্টাপাল্টি হামলার পর ১০ মে মার্কিন হস্তক্ষেপে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে ভারত এখনো আক্রমণাত্মক অবস্থান বজায় রেখেছে, যেখানে পাকিস্তান শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানিয়েছে।