নিউইয়র্কের কুইন্সে এক বন্দুকধারীর গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিন জন।
শুক্রবার বিকেলে কুইন্মের জ্যামাইকার ১৪৩ স্ট্রিটে এই ঘটনা ঘটে। হতাহতদের বয়স ২৯, ২৯, ৩৬ ও ৪৩।
ঘটনার শিকার ব্যক্তিরা একটি গাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন এসময় বন্দুকধারী ব্যক্তিটি সেখানে পৌঁছায় ও গুলি করে, জানায় পুলিশ।
নিহত ব্যক্তিটির পীঠে গুলি লাগে এবং আহতদের একজনের ডান বাহুতে ও পীঠে একজনের বাম কাঁধে এবং অর জনের ডান বাহুতে গুলি লাগে।
আহতদের জ্যামাইকা হসপিটাল মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে।
গ্যাস স্টেশনের এটিএম মেশিন ও ১৫০০ ডলার ছিনতাই
নিউইয়র্কের স্ট্যাটান আয়ল্যান্ডে একটি গ্যাস স্টেশন থেকে গোটা এটিএম মেশিন তুলে নিয়ে গেছে একদল দুষ্কৃতিকারী। একই সঙ্গে ক্যাশ থেকে নিয়ে গেছে ১৫০০ ডলার।
শুক্রবার ১৮২০ ভিক্টরি ব্লুভার্ড, ক্যাসেলটন কর্নারে রাত ২:৩০ মিনিটে এই ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে দুষ্কৃতিকারীরা গ্যাস স্টেশনটির তালা ভেঙ্গে ভেতরে ঢুকে সার্কিট ব্রেকার কেটে দেয় এবং সেফ খুলে ১৫০০ ডলার চুরি করে।
চুরির সময় তারা স্টেশনটির ভিতরে হাঁটাহাঁটি করে এবং কোনো তাড়াহুড়ো ছাড়াই নির্বিঘ্নে চুরি করে নিয়ে যায়। আর যাওয়ার সময় তুলে নিয়ে যায় এটিএম মেশিন।
লিঙ্কন সেন্টারের কাছে কিশোরকে গুলি
নিউইয়র্কের আপার ওয়েস্টে লিঙ্কন সেন্টারের কাছে ১৫ বছরের এক কিশোরকে গুলি করেছে এক দুস্কৃতিকারী। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। পুলিশ শুক্রবার এই খবর প্রকাশ করে।
গুলিবিদ্ধ ছেলেটিকে ওইল করনেল মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে। সেখানে তার অবস্থা আশঙ্কামুক্ত।
গুলি চালানোর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিউইয়র্কে অপরাধের এক পাতা: কুইন্সে গুলিতে নিহত ১
প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৪, ১১:০৪ পিএম



আন্তর্জাতিক রিলেটেড নিউজ

আত্মরক্ষায় পদক্ষেপ নেওয়ার অধিকার পাকিস্তানের আছে

উত্তেজনার মধ্যে দিল্লি বিমানবন্দরে ৯০ ফ্লাইট বাতিল

লাহোরে মার্কিন দূতাবাস কর্মীদের নিরাপদে আশ্রয় নেওয়ার নির্দেশ

ভারতের ৪০-৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের মন্ত্রীর

ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবি নিয়ে যা জানা যাচ্ছে

ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে-পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ

ভারত-পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প

ভারত-পাকিস্তান সংঘাত, চীনের পর রাশিয়ার উদ্বেগ