ট্যাংক ব্যবহার করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) উত্তর গাজার কিছু লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে জানিয়েছে বিবিসি। এটিকে স্থল অভিযান হিসেবে উল্লেখ করে আল জাজিরা জানিয়েছে, গতকাল বুধবার রাতভর গাজার অভ্যন্তরে হামাসের অবস্থান লক্ষ্য করে স্বল্প পরিসরে ওই হামলা চালানো হয়।
আজ বৃহস্পতিবার আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। তবে অভিযানের বিস্তারিত কিছু বলা হয়নি।
টম বেটম্যান লিখেছেন, ছবিতে দেখা যাচ্ছে ট্যাংক ও সাঁজোয়া বুলডোজার ভেতরে ঢুকছে। ইসরায়েলি বিবৃতিতে স্থলভাগে লড়াইয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে, যদিও ছবিতে এটি দেখা যায় না। এটিকে বলা যায়, ‘কার্যক্রম শেষে’ সৈন্যরা বেরিয়ে আসছে।
আইডিএফ বলছে, অভিযানটি যুদ্ধ পরবর্তী পর্যায়ের প্রস্তুতি এবং অসংখ্য সন্ত্রাসী সেল, অবকাঠামো এবং অ্যান্টি-ট্যাংক মিসাইল লঞ্চ পোস্ট কেন্দ্র করে চালানো হয়েছিল।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তাদের ট্যাংক উত্তর গাজায় প্রবেশ করেছিল। তারা অনেক হামাস যোদ্ধাকে হত্যা করেছে এবং সামরিক অবকাঠামো ও ট্যাংক-বিরোধী স্থানগুলো ধ্বংস করেছে।
আল জাজিরা জানিয়েছে, গাজার অভ্যন্তরে স্বল্প সময়ের জন্য স্থল অভিযান চালিয়েছে ইসরায়েল। এটা ছিল এ ফিলিস্তিনি ভূখণ্ডে চালানো সর্বশেষ সংক্ষিপ্ত আক্রমণ।
এর আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি টেলিভিশন ভাষণে বলেছিলেন, আইডিএফ বাহিনী এখন স্থল আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে কখন অভিযান শুরু হবে সে বিষয়টি তিনি স্পষ্ট করেননি। ইসরায়েলের জাতীয় টেলিভিশনে বুধবার নেতানিয়াহুর ওই বক্তব্য প্রচার করা হয়।