বিনোদন ডেস্ক: কিম কার্দাশিয়ানকে জরিমানা করল মার্কিন সিকিওরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। অভিযোগ, কিম ইনস্টাগ্রামে এমন পোস্ট করেছেন, যা সামাজিক মাধ্যম নিয়ে যুক্তরাষ্ট্রের প্রচলিত আইন ভাঙেছে। মডেল তথা টেলিভিশন সেলেব্রিটি কিমকে সাড়ে ১২ রাখ ডলারের আর্থিক জরিমানাও করেছে তারা।
ইনস্টাগ্রামে বেশ কয়েক দিন আগে একটি বেআইনি ক্রিপ্টো বিনিয়োগ সংস্থার প্রচার করে একটি পোস্ট করেন কিম। সমস্যার সূত্রপাত সেখান থেকেই। মার্কিন আইন অনুযায়ী যদি কোনও খ্যাতনামী ক্রিপ্টো বিনিয়োগের প্রচার করেন, তবে তাকে সেই প্রচারের সঙ্গেই জানিয়ে দিতে হবে, তিনি ওই প্রচার করার জন্য কত অর্থ পেয়েছেন, কী ভাবে পেয়েছেন, কারা তাকে ওই অর্থ দিয়েছে। কিন্তু কিম ক্রিপ্টো বিনিয়োগের প্রচার করা সত্ত্বেও এই সমস্ত তথ্য দেননি ওই ইনস্টাগ্রাম পোস্টে। তাতেই আইনভঙ্গের দায়ে পড়েছেন তিনি।
মার্কিন ওই নিয়ামক সংস্থাটি জানিয়েছে, ওই প্রচারমূলক পোস্টের জন্য আড়াই লক্ষ ডলার পেয়েছেন কিম। যার অর্ধেক তাকে জরিমানা হিসেবে দিতে হয়েছে। কিম সেই তথ্য প্রকাশ না করার শাস্তি অবশ্য মাথা পেতে নিয়েছেন। তিনি জরিমানার অর্থের পাশাপাশি আগামী তিন বছর ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত কোনওরকম বিনিয়োগের প্রচার করবেন না বলেও জানিয়েছেন সংস্থাটিকে।
কিম কার্দাশিয়ানের সাড়ে ১২ লাখ ডলারের জরিমানা
প্রকাশিত: ৩০ জানুয়ারী, ২০২৫, ০৬:১৩ এএম



বিনোদন রিলেটেড নিউজ

শামীম-প্রিয়াঙ্কার ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে অভিনয়শিল্পী সংঘ

নিউইয়র্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেকদের গান শোনালেন অনিমা

শরীরে আগুন নিয়ে ৭১ বছর বয়সী অভিনেত্রীর বিরল রেকর্ড

আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া

‘মৃত্যু নিয়ে মজা নিয়েন না’, -পরীমনি

শাহরুখ-প্রিয়াঙ্কার সেই সিনেমা ও সম্পর্ক আবারও আলোচনায়

এবার সিনেমায় শতভাগ শুল্ক বসাচ্ছেন ট্রাম্প, টালমাটাল হলিউড

শুটিং সেটে স্টান্টম্যানের মৃত্যু, শাকিবের নীরবতায় রত্নার ক্ষোভ