দেশের জনপ্রিয় চলচ্চিত্র তারকা মাহিয়া মাহি। এখন কাজের চাপ কম তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব তিনি। কিছুদিন আগে বিচ্ছেদ হয়েছে তার। তারও আগে রাজনীতির মাঠে ছিলেন।
এবার শাড়ি পরে একটা নাচের ভিডিও দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেড় মিনিটের নতুন এই ভিডিও ভাইরাল হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘এভাবেই নেচে নেচে আমি ফটোশুট করি।
মাহিকে সর্বশেষ শাকিবের ‘রাজকুমার’ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। এরপর অভিনয় নিয়ে ব্যস্ততা না থাকলেও মডেলিংয়ে সময় দিচ্ছেন তিনি।