ফ্রান্স থেকে অনুপম বড়ুয়া টিপু:
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসের অদূরে স্থা বাংলাদেশী কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের নতুন ভবনের শুভ দ্বারোদঘাটন ,ত্রি স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ও জ্ঞাতি সম্মেলন সম্পন্ন হয়েছে।
রবিবার (২২ মে ) সকালে অষ্ঠপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীলংকান ধর্মচাক্কা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত আনন্দ নায়ক থের।কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের বিহারাধ্যক্ষ ভদন্ত জ্যোতিসার থের'র সঞ্চালনায় মায়ানমারের উ কুমারা ছ্যায়াদ ,ভদন্ত বিজয়ানন্দ থের, ভদন্ত কল্যাণ রত্ন থের,ভদন্ত, আনন্দ থের, ভদন্ত' শাসন বংশ ভিক্ষু প্রমুখ উপস্থিত ছিলেন।
বিকেল ২ টায় সদ্ধর্ম সভা অনুষ্ঠিত হয়।সভাপতিত্ব করেন শ্রীলংকান ধর্মচাক্কা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত আনন্দ নায়ক থের ।প্রধান অতিথি ছিলেন ভদন্ত থিছ মীনহ ডিন,প্রধান ধর্ম দেশক ছিলেন সেয়াদ উ কুমার। অন্যান্যদের মধ্যে ভদন্ত বিজয়ানন্দ থের, ভদন্ত কল্যাণ রত্ন থের, ভদন্ত, আনন্দ থের, ভদন্ত' শাসন বংশ ভিক্ষু প্রমুখ দেশনা করেন।
কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের বিহারাধ্যক্ষ ভদন্ত জ্যোতিসার থের'র সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাজু বড়ুয়া, জগত বড়ুয়া উদয়ন, সুরজিত বড়ুয়া, চন্দন বড়ুয়া, ধন্যবাদ জ্ঞাপন করেন রাজীব বড়ুয়া।পঞ্চশীল প্রার্থনা করেন সুধীর বড়ুয়া । উদ্বোধনী সংগীত পরিবেশন করেন চয়ন বড়ুয়া, অক্টোপ্যাডে রবিন চৌধুরী।
সবশেষে জগতের সকল প্রাণী শান্তি কামনায় জল ঢেলে পুণ্য উৎসর্গ করা হয়।
বাংলাদেশী কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের নতুন ভবনের দ্বারোদঘাটন ও বুদ্ধ পূর্ণিমা উদযাপন
প্রকাশিত: ২৬ জানুয়ারী, ২০২৫, ০৯:৫৭ এএম



বাংলাদেশ রিলেটেড নিউজ

অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ

ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা

কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা

কোরবানির পশু পরিবহনে এবারও বিশেষ ট্রেন

‘আজ তাক বাংলা’র প্রতিবেদন পরিকল্পিত অপপ্রচারের অংশ: প্রেস উইং

কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি ১৪৪ সংগঠনের

যে কারণে এখনই রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়

সৌদি পৌঁছেছেন ২২২০৩ হজযাত্রী