ঢাকা: আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। তিনি ২০১৯ সালের ৩ জানুয়ারি ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
সৈয়দ আশরাফ নির্লোভ ও সজ্জন রাজনীতিবিদ হিসেবে মানুষের কাছে সমাদৃত ছিলেন। সাবেক এই মন্ত্রী ছিলেন জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের সন্তান।
আমাদের কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, সৈয়দ আশরাফুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে জেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। আজ মঙ্গলবার সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে স্থাপিত সৈয়দ আশরাফুল ইসলাম ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন দলের নেতাকর্মীরা। পরে বিকেলে জেলা আওয়ামী কার্যালয়ে প্রয়াত এ নেতার জীবন ও কর্মের ওপর আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এরপর সেখানে দোয়া মাহফিলের আয়োজনও রয়েছে।