ঢাকা-চট্টগ্রাম-আবুধাবি রুটে আবুধাবিভিত্তিক উইজ এয়ার পরিচালনায় বাংলাদেশের সহযোগিতা চেয়েছে ঢাকায় নিযুক্ত দেশটির নতুন রাষ্ট্রদূত আব্দুল্লা আলি আলহামুদি।

রোববার (১২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন আমিরাতের রাষ্ট্রদূত। এ সময় রাষ্ট্রদূত এ সহযোগিতা চান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রমন্ত্রী নতুন রাষ্ট্রদূতকে নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানান এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশ ও আমিরাতের সম্পর্ক দিন দিন দৃঢ় হচ্ছে বলে রাষ্ট্রদূতকে জানান পররাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রদূতের মেয়াদকালে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও আমিরাতের মধ্যে খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন ইস্যুতে সহযোগিতা জোরদার করার ওপর জোর দেন। পাশাপাশি তিনি বাণিজ্য ও বিনিয়োগ, বিমান ও শিপিং সংযোগ, কৃষি, সৌরশক্তি, ওষুধ, আইটি ও বনায়ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

রাষ্ট্রদূত আগামী বছর দুবাইয়ে অনুষ্ঠেয় কপ-২৮ সম্মেলনে বাংলাদেশের সহযোগিতা চান।