অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন, ‘রংপুর থেকে আমাকে উপদেষ্টা ভাবুন।’ বৃহস্পতিবার তাজগাঁও অফিসে শহীদ আবু সাইদের পরিবারকে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘জুলাইয়েরে উত্থানের শহীদ আবু সাইদের সাহসিকতার আত্মত্যাগের ফলে আমি নিজেকে রংপুরের সন্তান মনে করি।’
 

এর আগে প্রধান উপদেষ্টা আবু সাইদের পিতামাতাকে স্বাগত জানিয়ে তাদের স্বাস্থ্যের খোঁজ নেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

 

এদিন, পরিবারের সদস্যদের হাতে শহীদ আবু সাইদের সনদপত্র তুলে দেন প্রধান উপদেষ্টা। এ সময় উপস্থিত ছিলেন আবু সাইদের বাবা মোকবুল হোসেন ও তার ভাতিজা মো. লিটন মিয়া।