প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক। আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাতের পর মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে তুর্কের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল বিচার বিভাগের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে এদিন সকালে দুই দিনের সফরে ঢাকায় আসেন ভলকার তুর্ক।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌজন্য সাক্ষাতে ভলকার তুর্ক বাংলাদেশের বিচার বিভাগের আধুনিকায়নে প্রধান বিচারপতি ঘোষিত রোডম্যাপের প্রশংসার পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতার প্রাতিষ্ঠানিকীকরণে প্রধান বিচারপতির নেওয়া উদ্যোগের সফলতা কামনা করেন।
সাক্ষাতে বিচার বিভাগের প্রধান দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও সুষ্ঠু আইনি প্রক্রিয়ায় মানবাধিকার সুরক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন।
ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয় থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফরকালে হাইকমিশনার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রধান বিচারপতি, সেনাপ্রধান এবং বিভিন্ন সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে বৈঠক ছাড়াও জাতিসংঘের মানবাধিকার প্রধান উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।