শেরেবাংলা এ কে (আবুল কাশেম) ফজলুল হকের ১৫১তম জন্মবার্ষিকী আজ। ১৮৭৩ সালের আজকের দিনে বরিশালে তাঁর জন্ম। বঙ্গবন্ধু, হোসেন সোহরাওয়ার্দী, মওলানা ভাসানীসহ বড় বড় রাজনীতিবিদের কাছে তাঁর পরিচিতি ছিল হক সাহেব নামে।
এ কে ফজলুল হক ছেলেবেলা থেকেই ছিলেন প্রখর মেধাবী।
ফজলুল হক ছিলেন উপমহাদেশের এক অসাধারণ প্রজ্ঞাবান রাজনীতিবিদ।
ফজলুল হককে ১৯৫৮ সালের ২৭ অক্টোবর পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ পদক ‘হেলাল-ই-পাকিস্তান’ খেতাব দেওয়া হয়। অবিভক্ত বাংলায় তিনি কৃষক প্রজা পার্টি নামে রাজনৈতিক দল গঠন করেন। নিম্ন বর্ণের হিন্দু ও মুসলমান উভয় কৃষকদের স্বার্থে তিনি কথা বলেছেন।
মুসলিম লীগের সঙ্গে ফজলুল হকের কৃষক প্রজা পার্টির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ছিল। যুক্তফ্রন্ট গঠনে প্রধান নেতাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। ১৯৬২ সালের ২৭ এপ্রিল ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই খ্যাতিমান আইনজীবী ও রাজনীতিবিদ।