এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১২১জন। শনিবার (১৯ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গত এক দিনে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ৪৪৯ জন, ঢাকা বিভাগে ১৮৪, চট্টগ্রাম বিভাগে ১৪৯, বরিশাল বিভাগে ১৪৬, খুলনা বিভাগে ১১২, রাজশাহী বিভাগে ৪৪, ময়মনসিংহ বিভাগে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৮ হাজার ৫৪২ জন।
চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৪১ জনের। সবচেয়ে বেশি (১২৫ জন) ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে। ৩৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে ও ২৭জনের মৃত্যু হয়ে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে তিন হাজার ৯৫৪ জন। তাদের মধ্যে ঢাকার মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি এক হাজার ৮৭৪ জন; আর দুই হাজার ৮০ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।