বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা দেশে ফিরেছেন। রবিবার (৬ অক্টোবর) সকালে দেশে ফিরে আসায় বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াতের কেন্দ্রীয় নেতারা।

বিমানবন্দরের শুভেচ্ছাবিনিময় শেষে আবু বকর মোল্লা আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সঙ্গে কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে যান।
 

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মুহা. সেলিম উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মাদ কামাল হোসাইন, মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী অফিস সম্পাদক আবদুস সাত্তার সুমন।