জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। সরবরাহ স্বাভাবিক। তবুও কমছে না ইলিশের দাম। চড়া দামেই বিক্রি হচ্ছে রাজধানীর বাজারে।
বিক্রেতারা জানায়, বাজারে এক কেজি আকারের একেকটি ইলিশ বিক্রি হচ্ছে ১৬০০ থেকে ১৭০০ টাকা কেজি দরে।
এর চেয়ে বড় আকারের ইলিশের দেখা মিলছে খুবই কম। দেড় কেজি আকারের ইলিশ বাজারে বিক্রি হচ্ছে দুই হাজার টাকা কেজি দরে।
মোহাম্মদপুর শিয়া মসজিদ বাজারের এক ইলিশ বিক্রেতা বলেন, আড়তে যেমন দাম, আমাদের কাছে তেমনই।
বড় ইলিশ কেনার সাধ্য নেই, এমন ক্রেতা ঝুঁকছেন ছোট আকারের ইলিশের দিকে। এ ক্ষেত্রে দেড় শ গ্রাম ওজনের ইলিশের জন্য ক্রেতাদের কেজিপ্রতি গুনতে হচ্ছে ৫০০ টাকা। ২০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ৬০০ থেকে ৬৫০ টাকা।
বিক্রেতাদের মতে, ৫০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হওয়া ইলিশের খদ্দের তুলনামূলক কম আয়ের মানুষ। এমনকি নিম্নমধ্যবিত্ত শ্রেণির মানুষও এই আকারের ইলিশ কিনছেন।