সরকারি চাকরিতে কোটাসংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যে পর্যবেক্ষণ ও নির্দেশনা দিয়েছেন, তা প্রতিপালন করতে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বৃহস্পতিবার (১১ জুলাই) ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত এ চিঠিটি ইস্যু করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে দায়েরকৃত CIVIL MISCELLANEOUS PETITION NO. 541/2024 এবং CIVIL MISCELLANEOUS PETITION NO. 619/2024 এর পরিপ্রেক্ষিতে মাননীয় আদালত কর্তৃক নিম্নলিখিত পর্যবেক্ষণ ও নির্দেশনা প্রদান করা হয়েছে (কপি সংযুক্ত) : ১। সকল প্রতিবাদকারী কোমলমতি ছাত্র-ছাত্রীদেরকে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গিয়ে নিজ নিজ কাজে, অর্থাৎ পড়াশোনায় মনোনিবেশ করতে বলা হলো।
‘এমতাবস্থায় মাননীয় আদালত কর্তৃক প্রদত্ত উক্ত পর্যবেক্ষণ, নির্দেশনাসমূহ প্রতিপালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।’