রাত পোহালেই সারা দেশে উদযাপন করা হবে বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ। নববর্ষের উৎসবকে ঘিরে রাজধানীসহ সারা দেশের বাজারে ইলিশের দাম কেজিপ্রতি ৫০০ থেকে ৭০০ টাকা বেড়েছে। আজ শনিবার (১৩ এপ্রিল) রাজধানীর কাপ্তান বাজার ও রায়েরবাগ বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। বিক্রেতারা বলছেন, এখন শুকনা মৌসুম।
রাজধানীর কাপ্তান বাজার ও রায়েরবাগ বাজারে এক কেজি বা এর চেয়ে বেশি ওজনের ইলিশের দাম তিন হাজার ১০০ থেকে ছয় হাজার ৩০০ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। ১০ দিন আগে এক কেজি বা এর বেশি ওজনের প্রতিটি ইলিশ দুই হাজার ৬০০ থেকে পাঁচ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে।
কাপ্তান বাজারে মাছ কিনতে আসা আবুল হোসেন বলেন, ‘সব দোকানে ইলিশ মাছ নেই। কয়েকটি দোকোনে আছে। যে দাম চায়, তাতে আমার মতো মধ্যবিত্তের ইলিশ কেনার সাধ্য নেই। ইলিশ না কিনেই বাড়ি যাচ্ছি।’
মাছ ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন বলেন, ‘এখন নদীতে কম ইলিশ ধরা পড়ছে।