কিউবার রাষ্ট্রীয় পদকে ভূষিত হয়েছেন বাংলাদেশের দুই চিকিৎসাবিজ্ঞানী। তাঁরা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল এবং জাপানের ঔতা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টার ফর গ্লোবাল অ্যান্ড লোকাল ইনফেকশাস ডিজিজেজের ভিজিটিং রিসার্চার ডা. শেখ মোহাম্মদ ফজলে আকবর। দেশটির ভারাদেরো শহরে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে গত ১ এপ্রিল সে দেশের প্রেসিডেন্টের পক্ষ থেকে তাঁদের হাতে ‘কার্লোস জে ফিনলে অর্ডার’ তুলে দেন বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ বিষয়ক মন্ত্রী এডওয়ার্ডো মার্টিনেজ ডায়েজ।
‘কার্লোস জে ফিনলে অর্ডার’ বিজ্ঞান গবেষণায় দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক।
পদকপ্রাপ্তির পর নিজের প্রতিক্রিয়া জানিয়ে অধ্যাপক ডা. স্বপ্নীল বলেন, ‘চিকিৎসক ও চিকিৎসাবিজ্ঞানীর দ্বৈত সত্তা বজায় রাখাটা এ দেশে বিশেষ করে খুবই চ্যালেঞ্জিং। কিউবার সরকারের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। কারণ এ ধরনের স্বীকৃতি সমস্ত কষ্টকে ভুলিয়ে দিয়ে নতুনভাবে এগিয়ে যেতে উৎসাহ জোগায়।’
‘ন্যাসভ্যাক’ নামক হেপাটাইটিস বির একটি নতুন ওষুধ উদ্ভবনের জন্য কিউবান একাডেমি অব সায়েন্সেস ২০১৯ সালে অধ্যাপক ডা. স্বপ্নীল ও ডা. আকবরকে কিউবান ও জাপানি কো-রিসার্চারদের সঙ্গে একাডেমি অব সায়েন্সেসের সর্বোচ্চ পদক ‘প্রিমিও ন্যাশনাল’ প্রদান করে।