রাজধানীর শাহবাগ থানার ডাম্পিং জোনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ মঙ্গলবার (৫ মার্চ) বিকেল ৩টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে দুপুর ২টা ৪৫ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে এ তথ্য জানা যায়।

 

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুর পৌনে ৩টার দিকে শাহবাগ থানার ডাম্পিং জোনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে গিয়ে বিকেল ৩টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।