রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অভিযানে রাজধানীর ধানমণ্ডির সাত মসজিদ রোডের গাউসিয়া টুইন পিক টাওয়ারে অনুমোদনহীন ও নকশা বহির্ভূতভাবে নির্মাণ করা ১৫টি রেস্তোরাঁ সিলগালা করা হয়েছে। একইসঙ্গে ১টি রেস্তোরাঁর মালিককে জরিমানা করা হয়েছে।
আজ সোমবার (৪ মার্চ) সকাল ১১টার দিকে অভিযান শুরু করে রাজউক। এ সময় নকশা বহির্ভূত ভবন নির্মাণের দায়ে টুইন পিক ভবনের একটি রুফটপ রেস্তোরাঁ ভেঙে দিয়েছে সংস্থাটি।
রাজউক জানিয়েছে, রাজউকের নিয়ম অনুযায়ী ভবনটির ছাদ ফাঁকা থাকার কথা ছিল। কিন্তু কোনো ধরনের অনুমতি ছাড়া সেখানে রেস্তোরাঁটি গড়ে উঠেছে। তাই এটি ভেঙে ফেলেছে রাজউক।
অভিযানে (রাজউক) জোন-৩ এর পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার বলেন, ‘অফিসের জন্য অনুমোদিত এই ভবনে অবৈধভাবে চালানো হচ্ছে রেস্তোরাঁ ও ফুডকোর্ট। এ ছাড়া কাভান সিগনেচার, চাপ ঘর, স্পাইস অ্যান্ড হার্বস ও কালচার অ্যান্ড কুইজিন, দ্য প্যান প্যাসিফিক লাউঞ্জ, ম্যারিটেজ ঢাকা, হোয়াইট হল, অ্যারিস্টোক্র্যাট লাউঞ্জ, ইয়াম চা ডিস্ট্রিক্ট, দ্য লবি লাউঞ্জ বুফে, ক্যাফে সাও পাওলো লিমিটেড, আদি কড়াই গোস্ত লিমিটেড, ক্যাফে ডেলোসি এবং গ্যালিতোস নামে রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়েছে।’
তাজিন সারওয়ার আরো বলেন, ‘ভবনটি ব্যবহারে বত্যয় ঘটিয়েছে। এই ভবন এফ-১ ক্যাটাগরিতে অনুমোদন করা ছিল।