বাংলাদেশকে আরো গণতান্ত্রিক হয়ে উঠতে সক্ষম করতে যুক্তরাষ্ট্র এ দেশের গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোর বিষয়ে কাজ করছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে ফরেন প্রেস সেন্টারে এক অনুষ্ঠানে এ কথা বলেন। যুক্তরাষ্ট্রের প্রশাসনের ইন্দো-প্যাসিফিক নীতি প্রকাশের দুই বছর পূর্তি উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার বাংলাদেশের ইন্দো-প্যাসিফিক রূপরেখার প্রশংসা করেন।
আফরিন আখতার বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্রের প্রতিষ্ঠান, গণতন্ত্রের ভারসাম্য গড়ে তোলার দিকে যুক্তরাষ্ট্র মনোযোগ দিচ্ছে।