পবিত্র রমজান মাসে খাদ্যপণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (১১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় তিনি এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।
নাম প্রকাশ না করা শর্তে একজন মন্ত্রী কালের কণ্ঠকে বলেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
এদিকে প্রথম মন্ত্রিসভার বৈঠকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে বেশ কিছু দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত তাঁর ফেসবুকে লিখেছেন, ‘রবিবার সকালে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আলোচ্যসূচিতে জনগুরুত্বসম্পন্ন যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, তার মধ্যে কিছু বিষয় তুলে ধরা হলো—আগামী রমজান মাসে পেঁয়াজ ও তেলের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। টিসিবির মাধ্যমে যে পণ্য বিপণনের ব্যবস্থা রয়েছে, সেটি আরো উন্নতকরণের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।