বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে মিসর। এ বিষয়ে দুই দেশের মধ্যে দ্রুত একটি যৌথ প্রটোকল স্বাক্ষর হতে পারে।
আজ মঙ্গলবার বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাংলাদেশে নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত ওমর মহিম এলদিন আহমেদ ফাহমির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা বলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘মিসর বর্তমান সরকারকে অকুণ্ঠ সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো সরকার গঠন করায় তাঁকে অভিনন্দন জানিয়েছে।
মিসরের রাষ্ট্রদূত ওমর ফাহমি জানান, মিসর আন্তরিকভাবে বিশ্বাস করে, বাংলাদেশ তাদের বন্ধুপ্রতিম দেশ।
জাহাঙ্গীর কবির নানক মিসরের রাষ্ট্রদূতকে জানান, বাংলাদেশও আন্তরিকভাবে বিশ্বাস করে, মিসর বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ। বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো জোরাদার হবে।
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের উদ্যোক্তারা পাট দিয়ে ২৮২ ধরনের বহুমুখী পাটজাত পণ্য উৎপাদন করছে, যা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও মিসর পাট ও বস্ত্র খাত একসঙ্গে এগিয়ে যাবে। দুই দেশের বাণিজ্য ঘাটতি পূরণ ও ব্যবসা-বাণিজ্যে যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা দূর করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।