সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আকতারের স্ত্রী মিতু হত্যা মামলায় মিথ্যা তথ্য সরবরাহ ও প্রচারের অভিযোগে কথিত সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। এই মামলা থেকে বাবুল আকতারের ভাই মো. হাবিবুর রহমান লাবুকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালত গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন।
আদালতে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ নজরুল ইসলাম শামীম।
পিপি নজরুল ইসলাম শামীম কালের কণ্ঠকে বলেন, ‘সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১১ মার্চ দিন ধার্য করেছেন আদালত।’
গত বছর ৩১ আগস্ট ঢাকার সাইবার ট্রাইব্যুনাল ইলিয়াস হোসেনের সম্পত্তি জব্দের আদেশ দেন। এই আদেশের পর ২ অক্টোবর টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানায়, ইলিয়াস হোসাইনের সম্পত্তি না পাওয়ায় সম্পত্তি জব্দ করা যায়নি।
২০২২ সালের ২৭ সেপ্টেম্বর রাজধানীর ধানমণ্ডি থানায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে অভিযোগ আনা হয়। গত বছর ৯ এপ্রিল মামলার অভিযোগপত্র দেন ধানমণ্ডি থানার পরিদর্শক (অপারেশন) মো. রবিউল ইসলাম।