মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে গিয়েছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সেখানে রাষ্ট্রপতির পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানার সঙ্গেও দেখা হয়েছিল পিটার হাসের।
সেই ছবি আজ রবিবার যুক্তরাষ্ট্র দূতাবাস তার ফেসবুক পেইজে প্রকাশ করে লিখেছে, 'বিজয় দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় স্বাধীনতাকে গৃহীত মনে করা উচিত নয়।