আসন্ন সংসদ নির্বাচনে রাজশাহী-১ থেকে মনোনয়ন ফরম তুলেছিলেন চলচ্চিত্র তারকা মাহিয়া মাহি! সংসদ সদস্য হতে চেয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। কিন্তু আজ দুপুরে জানা গেছে, মাহির মনোনয়ন বাতিল হয়ে যায়।
মনোনয়ন বাতিলের খবর জানার পরই ফেসবুকে পোস্ট করেছেন এই নায়িকা। তবে সেই পোস্টে নেই মনোনয়ন বাতিলের বিষয়।
তিনি লিখেছেন, ‘জেদ একটা মারাত্মক ম্যাজিক্যাল জিনিস। আপনি চিন্তাও করতে পারবেন না, একটা মানুষের পজিটিভ জেদ ওই মানুষটাকে দিয়ে কী কী করাতে পারে। আপনি কাউকে একবার খাবার নিয়ে খোঁটা দিন, দেখবেন পরবর্তী সময়ে সে না খেয়ে থাকছে; কিন্তু আপনার কাছে কখনোই খাবার চাচ্ছে না।
তিনি আরো যোগ করেছেন এভাবে, ‘টাকা নিয়ে খোঁটা খাওয়া মানুষ একদিন টাকার পাহাড় দাঁড় করিয়ে দেয়। যোগ্যতা নিয়ে খোঁটা শোনা মানুষ একদিন অভূতপূর্ব যোগ্যতার সহিত ফিরে আসে।’
তবে পোস্টের শেষে জেদকে ইতিবাচক হিসেবে দেখতে বলেছেন নায়িকা।
উল্লেখ্য, সংসদ সদস্য হওয়ার জন্য বেশ কিছুদিন ধরে চেষ্টা করছেন এই নায়িকা।