দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। আজ রবিবার বিকেল ৪টার দিকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩০০ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন।

আজ দুইটি আসন বাদে বাকি ২৯৮টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন কাদের। আসন দুটি হলো কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫।

 
এই দুই আসনের প্রার্থী পরবর্তীতে ঘোষণা করা হবে।

 

রাজধানীর ধানমণ্ডিতে দলীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আলোচিত ব্যক্তিদের মধ্যে মাগুরা-১ আসনে ক্রিকেটার সাকিব আল হাসান মনোনয়ন পেয়েছেন। সাকিব ঢাকা-১০ আসনেও মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন।

 
এ আসনে মনোনয়ন পেয়েছেন অভিনয় শিল্পী ফেরদৌস। এ ছাড়া, নড়াইল-২ আসনে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য (এমপি) ও সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। 

 

সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা ওবায়দুল কাদের মনোনয়ন পেয়েছেন নোয়াখালী-৫ আসনে। 

বিস্তারিত আসছে...