বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাণিজ্য প্রতিনিধি দল আজ মঙ্গলবার ঢাকায় মেট্রো রেলে চড়েছে। ঢাকায় ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি তাঁর এক্সে (আগের নাম টুইটার) ইইউ দলের মেট্রো রেল ভ্রমণের ছবি প্রকাশ করেছেন।
সেখানে দেখা যায়, যাত্রীতে পূর্ণ মেট্রো রেলের বগিতে দাঁড়িয়ে আছেন রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি, ইইউ সদর দপ্তরের এশিয়া ও প্যাসিফিক বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক পাওলা প্যাম্পালোনি, ইইউ কর্মকর্তা মনিকা বাইলেটিসহ অন্য সদস্যরা।
ইইউ রাষ্ট্রদূত লিখেছেন, ‘ইইউ সদর দপ্তরের সহকর্মীরা ঢাকার গর্ব নতুন এলিভেটেড মেট্রো রেলে চড়ে আনন্দিত।
পাওলা প্যাম্পালোনিও ঢাকায় মেট্রো রেলে চড়ার ছবি প্রকাশ করে লিখেছেন, ঢাকায় নতুন মেট্রো রেলে অভিভূত। মেট্রো রেলে চড়ার ছবি শেয়ার করেছেন ইইউ কর্মকর্তা মনিকা বাইলেটিও।
বাংলাদেশ সফররত ইইউর বাণিজ্য প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন ইইউ সদর দপ্তরের এশিয়া ও প্যাসিফিক বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক। প্রতিনিধি দলটি গত রবিবার বাংলাদেশ সফর শুরু করেছে।
ইইউ প্রতিনিধি দল আজ মঙ্গলবার চলমান শ্রমিক ও ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের সঙ্গে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন নিয়ে আলোচনা করেছে। ট্রেড ইউনিয়ন প্রতিনিধিরা তাদের সমস্যা তুলে ধরার পাশাপাশি মানবাধিকার ও শ্রম অধিকার পরিস্থিতির উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।
ইইউ প্রতিনিধি দলটি মঙ্গলবার ঢাকায় সচিবালয়ে শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের সঙ্গে তার দপ্তরে বৈঠক করেছেন।
এদিকে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গেও বৈঠক করেছে ইইউ প্রতিনিধি দল। ওই বৈঠকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর মূখ্য সচিব তাদের বলেছেন, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে।
ইইউ প্রতিনিধি দলের সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক বৈঠকটি হবে বুধবার পররাষ্ট্র, বাণিজ্য ও শ্রম সচিবের সঙ্গে।
ইইউ প্রতিনিধি দলটি বুধবার বিকালে বাণিজ্যমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। রাতেই প্রতিনিধি দলটির প্রধান ঢাকা ছাড়বেন।
প্রতিনিধি দলের অপর সদস্যরা আগামী বৃহস্পতিবার ঢাকার অদূরের একটি পোশাক কারখানা পরিদর্শনের মাধ্যমে সফর শেষ করবেন।