পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা লাগায়নি। বিএনপি নিজেরাই তাদের কার্যালয়ে তালা দিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেছেন, ‘আমরা বিএনপির কার্যালয়ে তালা মেরে রাখিনি। তাদের কার্যালয় তারা যেকোনো সময় আসতে পারবে।
বাসে দুর্বৃত্তেদের দেওয়া আগুনে দগ্ধ ব্যক্তিদের দেখতে আজ মঙ্গলবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান হাবিবুর রহমান। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘বাসে অগ্নিসংযোগ রুখে দিতে শুধু পুলিশ একাই দায়িত্ব পালন করলে হবে না, সবাইকে একসঙ্গে এগিয়ে এসে অগ্নিসন্ত্রাস বন্ধ করতে হবে। বাসে অগ্নিসংযোগের সময় আমরা হাতেনাতে ১৩ জনকে গ্রেপ্তার করেছি এবং এই ঘটনায় জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করেছি। আমরা বলেছি, বাসে উঠলে যেন যাত্রীদের ছবি তুলে রাখে।’
গতকাল সোমবার খিলক্ষেত এলাকায় পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে।
অবরোধে বেশিরভাগ বাসে সন্ধ্যা ও ভোর রাতের দিকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না জানতে চাইলে হাবিবুর রহমান বলেন, ‘প্রথমে বলব, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সব সময় সজাগ রয়েছে।
উল্লেখ্য, রাজধানীতে বিভিন্ন সময় বাসে অগ্নিসংযোগের ঘটনায় পাঁচজন দগ্ধ হয়ে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন।