আগামীকাল শনিবার বিএনপিকে ঢাকার নয়াপল্টনে তাদের দলীয় কার্যালয়ের সামনেই মহাসমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শুক্রবার সন্ধ্যায় তিনি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বিষয়টি জানাবে।
এর আগে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি আগামীকাল শনিবার নয়া পল্টনে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে।
ডিএমপি সূত্র জানিয়েছে, দুই দলকেই শর্তসাপেক্ষে তাদের পছন্দ মতো জায়গায় সমাবেশের অনুমতি দেওয়া হবে।