নিউইয়র্ক : নিউইয়র্কে কুইন্সের প্রানকেন্দ্র জ্যাকসন হাইটসে ‘বাংলাদেশ স্ট্রিট’র উদ্বোধন হয়েছে। জ্যাকসন হাইটসের প্রানকেন্দ্রে ৭৩ স্ট্রিটের নাম হয়েছে ‘বাংলাদেশ স্ট্রিট’। বাংলাদেশের স্বাধীনতা দিবসে ২৬ মার্চ রোববার নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান বাংলাদেশ স্ট্রিটের নামফলক উন্মোচন করেন। এ সময় শ শ প্রবাসী বাংলাদেশী উল্লাসে মেতে উঠেন। ৭৩ স্ট্রিটের নামটি বাংলাদেশ স্ট্রিটের নামকরনের মধ্যদিয়ে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার পূরন হলো। কুইন্স ব্যরোর জ্যাকসন হাইটসে বাংলাদেশি মালিকানায় বহু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বাংলাদেশিদের পদচারনায় দিনরাত মুখরিত থাকে এলাকাটি।সড়কটির উদ্বোধনের আগে বক্তব্য রাখেন স্থানীয় সিটি কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান, কংগ্রেসওম্যান গ্রেস মেং, স্টেট অ্যাসেম্বলীওম্যান ক্যাটালিনা ক্রুজ, জেসিকা গঞ্জালেজ, মাইকেল জিনারো, সিটি কাউন্সিলওম্যান লিন্ডা লি। অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রমিক নেতা বাংলাদেশি মিলন রহমান।
নিউইয়র্ক সিটি কাউন্সিলে প্রথম ভারতীয় আমেরিকান এবং দ্বিতীয় দক্ষিণ এশিয়ান কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে বাংলাদেশের নামে সড়কটি উদ্বোধন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এই এলাকার বাংলাদেশিরা আমার আপনজন, তাদের জন্য কিছু করতে পেরে আমি ধন্য।
কংগ্রেসনাল বাংলাদেশ ককাসের অন্যতম সদস্য গ্রেস মেং বলেন, নিউইয়র্ক সিটিতে সর্বাধিক সংখ্যক বাংলাদেশির বাস। এরমধ্যে সবচেয়ে বেশির বাস কুইন্সে। বাংলাদেশ হচ্ছে একটি গর্বিত রাষ্ট্র। দেশটি বহুক্ষেত্রেই অবিশ্বাস্যরকমের অগ্রগতি অর্জন করেছে।
গ্রেস মেং বলেন, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যেকার সম্পর্কে ব্যাপক উন্নতি ঘটেছে। এরফলে যুক্তরাষ্ট্রের বেশকিছু কোম্পানীর বাংলাদেশে বিপুল বিনিয়োগও ঘটেছে। বাংলাদেশের মানুষের জন্যে আরো অনেক কিছু করার আছে।
উল্লেখ্য, নিউইয়র্কে এর আগে কুইন্সের হিলসাইড এভিনিউতে লিটল বাংলাদেশ, ওজোনপার্কে বাংলাদেশ ওয়ে এবং ব্রুকলীনের চার্চ-ম্যাকডোনাল্ডকে ‘লিটল বাংলাদেশ’ হিসেবে নতুন নামকরণের ‘নামফলক’ উম্মোচন করা হয়েছে।
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ‘বাংলাদেশ স্ট্রিট’র উদ্বোধন, বাংলাদেশীদের উল্লাস
প্রকাশিত: ২৬ জানুয়ারী, ২০২৫, ০২:৩৪ এএম



প্রবাস রিলেটেড নিউজ

নিউইয়র্কে জমকালো আয়োজনে চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র বৈশাখী উৎসব ও ঈদ পুনর্মিলনী

নিউজার্সীতে বিএনপি নেতা ছুফি চৌধুরী সংবর্ধিত

নিউইয়র্ক স্টেট সিনেট ও অ্যাসেম্বলি হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৮ এপ্রিল

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ১২ সদস্য বিশিষ্ট নতুন ট্রাস্টি বোর্ড গঠিত

গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ নিউ জার্সি’র নতুন কমিটির বর্ণিল অভিষেক ও ঈদ পুণর্মিলনী

নিউইয়র্কে জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের বৈঠক : পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

পাচারকৃত বাংলাদেশের সম্পদ ফেরাতে প্রবাসীদের সাহায্য চাই -নিউইয়র্কে গভর্নর ড. মনসুর

মিশিগানের হেমট্রামিক সিটি কাউন্সিলে প্রোইমারী নির্বাচনে প্রার্থী হতে মনোয়নপত্র জমা দিয়েছেন সাংবাদিক ও সামাজিক কর্মী মাহফুজুর রহমান