আটলান্টিক সিটি থেকে আকবর হোসাইন: গত ১৯ই মে, বৃহস্পতিবার ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর এবং পিপলএন্ডটেক ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির সিইও তথ্য-প্রযুক্তিবিদ আবুবকর হানিপ এক সংক্ষিপ্ত সফরে পিপলএন্ডটেক আটলান্টিক সিটির ক্যাম্পাস পরিদর্শনে আসেন। এই সময় তার সাথে উপস্থিত ছিলেন পিপলএন্ডটেক আটলান্টিক সিটি ক্যাম্পাস এডমিন আকবর হোসাইন এবং পিপলএন্ডটেকের প্রশিক্ষক মীর হোসাইন।
ক্যাম্পাস পরিদর্শনকালে তিনি আটলান্টিক সিটির পিপলএন্ডটেকের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন তার এই দুইটি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী শিক্ষাব্যবস্থা হিসাবে গড়ে তুলতে অবিরাম কাজ করে যাচ্ছে। তথ্য-প্রযুক্তিবিদ আবুবকর হানিপ বলেন বাংলাদেশীদের জীবনমান উন্নয়নের কথা মাথা রেখেই দীর্ঘ দেড় যুগ আগে আমার এপার্টমেন্টের বেইসমেন্টে আইটি চাকুরী পাওয়ার জন্য যে শিক্ষা পদ্ধতি চালু করেছিলাম তা এখন বাংলাদেশ কমিউনিটির গন্ডি ফেরিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কমিউনিটির কাছে পৌছে গেছে। যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদেরকে অড জব থেকে বের করে আইট শিক্ষায় শিক্ষিত করে আইটিতে চাকুরীর ব্যবস্থা করার যে স্বপ্ন ছিল, তার সফল বাস্তবায়ন হয়েছে বলে তিনি উল্লেখ করেন তিনি বলেন প্রায় সাত সহস্রাধিক শিক্ষার্থীর আইটি জবের ব্যবস্থা করে পিপলএন্ডটেক বর্তমানে যুক্তরাষ্ট্রর অন্যতম একটি সেরা আইটি ট্রনিং সেন্টারে পরিনত হয়েছে।
যুগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশীদেরকে উন্নতির চরম শিখরে পৌছানোর জন্য পিপলএন্ডটেক এর পাশাপাশি ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজিও বর্তমানে কাজ করে যাচ্ছে।তিনি বলেন চার বছরের ডিগ্রি নিয়ে যাতে করে বসে থাকতে না হয় তার জন্য ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি এবং পিপলএন্ডটেক ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির কর্মকর্তাবৃন্ধ কাজ করে যাচ্ছেন। প্রসঙ্গে পিপলএন্ডটেক ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ছাত্রছাত্রীদের জন্য ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজির বিভিন্ন্ কোর্সে  ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে বলেও তিনি জানান।
আবুবকর হানিপ জানান, তার পরিচালনায় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি- (ডব্লিউইউএসটি) একটি দক্ষতানির্ভর শিক্ষা পদ্ধতি নিয়ে এগুচ্ছে-যা এখানকার সকল শিক্ষার্থীর একটি ডিগ্রির পাশাপাশি সময়ের চাহিদানুযায়ী দক্ষ করেই যুক্তরাষ্ট্রের কর্মবাজারে পৌছে দিতে পারবে।এর মাধ্যমে তাদের শিক্ষাপরবর্তী কর্মজীবনের শুরু থেকেই প্রতিটি শিক্ষার্থী সিক্সডিজিট আর্নার হতে পারবে
একইদিন তথ্য-প্রযুক্তিবিদ আবুবকর হানিপ আটলান্টিক সিটিতে নবনির্মীত ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটি, মুসলিম গ্রেভইর্য়াড অব আটলান্টিক কাউন্টি এবং বাংলাদেশ প্রেস ক্লাব অব আটলান্টিক সিটি পরিদর্শন করেন। এই সময় তার সাথে ছিলেন ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটি এবং মুসলিম গ্রেভইর্য়াড অব আটলান্টিক কাউন্টির প্রতিষ্ঠাতা ইকবাল হোসাইন,প্যানসেলভেনিয়া ষ্টেটের মিলবোর্ন সিটির কাউন্সিল ভাইস প্রেসিডেন্ট এবং পিপলএন্ডটেক ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির প্যানসেলভেনিয়া ক্যাম্পাস এডমিন মোঃ নুরুল হাসান, বাংলাদেশ প্রেস ক্লাব অব আটলান্টিক সিটির সাধারন সম্পাদক মোহাম্মদ শাহিন এবং বাংলাদেশ প্রেস ক্লাব অব আটলান্টিক সিটি এবং চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাষ্টার্স এলামনাই এসোসিয়েশন সভাপতি আকবর হোসাইন