কমিউনিটির ভালোবাসায় সিক্ত হলো নিউইয়র্ক থেকে পরিচালিত ও প্রকাশিত দুটি সংবাদমাধ্যম টাইম টেলিভিশন ও বাংলাপত্রিকা। টাইম টেলিভিশননের ৯বম ও বাংলাপত্রিকার ২৭তম বর্ষপূর্তি উদযাপনে এখানকার বাংলাদেশি কমিউনিটির মানুষেরা সমবেত হয়েছিলেন এক আনন্দ আয়োজনে।
নিউইয়র্কের উডসাইডে টিবেটান কমিউনিটি সেন্টারে এই আয়োজন বিকেল ৪টায় শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে। কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তাদের উপস্থিতি দিয়ে জানিয়ে দেন টাইম টেলিভিশন ও বাংলাপত্রিকার পাশে তারা রয়েছেন। একই সঙ্গে এই বর্ষপূর্তিতে কমিউনিটির প্রায় অর্ধশত ব্যক্তিত্বকে বিশেষভাবে সম্মানিত করে টাইম টেলিভিশন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মাননা তুলে দেন কংগ্রেসম্যান ও প্রতিনিধি সভায় ডেমোক্র্যাট দলের নেতা হাকিম জেফরিস। ইউএস কংগ্রেসে নিউইয়র্কের ৮ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধি তিনি। আরও উপস্থিত ছিলেন নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস। বক্তৃতায় হাকিম জেফরিস টাইম টেলিভিশনের উদ্বোধনী দিনের কথা স্মরণ করে বলেন, মাত্র ৯ বছরে প্রতিষ্ঠানটি কমিউনিটির গন্ডি ছাড়িয়ে বৃহত্তর পরিসরে ভূমিকা রাখতে পারছে। এটা গৌরবের। একই কথা উঠে আসে মেয়র এরিক অ্যাডামসের কণ্ঠেও।
অনুষ্ঠানমালার মাধ্যমেও ফুটিয়ে তোলা হয় এই কমিউনিটির উন্নয়নে টাইম টেলিভিশন ও বাংলাপত্রিকা কতটুকু ভূমিকা রাখতে পেরেছে তার নানা দিক। সম্পাদক ও সিইও আবু তাহের তার বক্তৃতায় তুলে ধরেন টাইম টেলিভিশন ও বাংলাপত্রিকার যাত্রাকালের নানা চড়াই উৎড়াই। এবং সামনে এগিয়ে চলার শপথ। বিশেষ করে কোভিড-১৯ এর অতিমারির সময়ে এই দুটি সংবাদমাধ্যমকে হাতিয়ার করে কমিউনিটিকে সর্বোচ্চ চেষ্টায় সহায়তা দিতে তারা পাশে ছিলেন সেটা উল্লেখ করেন আবু তাহের। একই সঙ্গে সেই প্রচেষ্টায় কমিউনিটির অনেককেই যেমন পাশে পেয়েছিলেন সেটাও কৃতজ্ঞতারা সাথে স্মরণ করেন তিনি। আর সে কারণেই এই বর্ষপূর্তির অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের সম্মানিত করা হয়।
দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এর পর বক্তৃতামালা, শুভেচ্ছাবার্তা ও বিভিন্ন উপস্থাপনা দিয়ে তা এগিয়ে যেতে থাকে। কংগ্রেসে ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস, মেয়র এরিক অ্যাডামস ছাড়াও এতে বক্তা ছিলেন ১৬ তম কংগ্রেসনাল ডিস্ট্রেক্টের কংগ্রেসম্যান জামাল বোমান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির নতুন প্রজন্মের তিন তরুণ মোটিভেশনাল স্পিকার প্রিসিলা, মরিয়ম মাসুদ ও ফাতিহা আয়াত। কি-নোট উপস্থাপন করেন নিউইয়র্কে মূলধারার রাজনীতিতে এগিয়ে যাওয়া বাংলাদেশি মেরী জোবায়দা, বক্তব্য রাখেন উগান্ডান বংশোদ্ভুত আমেরিকান রাজনীতিক জোহরান মামদানি।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা শেষ হয়।
কমিউনিটির ভালোবাসায় সিক্ত টাইম টেলিভিশন ও বাংলাপত্রিকা, ৫০ জন পেলেন সম্মাননা
প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০২ এএম



প্রবাস রিলেটেড নিউজ

নিউইয়র্কে জমকালো আয়োজনে চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র বৈশাখী উৎসব ও ঈদ পুনর্মিলনী

নিউজার্সীতে বিএনপি নেতা ছুফি চৌধুরী সংবর্ধিত

নিউইয়র্ক স্টেট সিনেট ও অ্যাসেম্বলি হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৮ এপ্রিল

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ১২ সদস্য বিশিষ্ট নতুন ট্রাস্টি বোর্ড গঠিত

গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ নিউ জার্সি’র নতুন কমিটির বর্ণিল অভিষেক ও ঈদ পুণর্মিলনী

নিউইয়র্কে জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের বৈঠক : পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

পাচারকৃত বাংলাদেশের সম্পদ ফেরাতে প্রবাসীদের সাহায্য চাই -নিউইয়র্কে গভর্নর ড. মনসুর

মিশিগানের হেমট্রামিক সিটি কাউন্সিলে প্রোইমারী নির্বাচনে প্রার্থী হতে মনোয়নপত্র জমা দিয়েছেন সাংবাদিক ও সামাজিক কর্মী মাহফুজুর রহমান