নিউইয়র্কের খান'স টিউটোরিয়াল এখন বাঙালি কমিউনিটির বাইরেও অনেক বেশি জনপ্রিয়। সাফল্যের বিস্তার ঘটিয়েছে। তবে বাংলাদেশি কমিউনিটির কাছে খান একাডেমি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। অনেক অভিভাবকই তাদের সন্তানদের নিয়মিত স্কুলের পাশাপাশি খান'স টিউটোরিয়ালে পাঠান যাতে শিশুরা আরও মেধাবী ও পারদর্শী হয়ে গড়ে উঠতে পারে।

প্রতিবছর নিউইয়র্ক স্টেট এক্সামে পরীক্ষা দেয় এদেশের লাখো শিক্ষার্থী। যাদের মধ্যে বাংলাদেশি শিক্ষার্থীরাও থাকে। এবং ভালো ফল করে। এই শিক্ষার্থীদের অনেকেই খান'স টিউটোরিয়াল থেকে নেয় বাড়তি শিক্ষা। তার একটি প্রতিফলন দেখা যায় স্টেট এক্সামে।

এ বছরও কয়েকশ শিক্ষার্থী যারা খান একাডেমিতে শিখেছে তারা উত্তীর্ণ হয়েছে স্টেক এক্সামে।

এই ডিসেম্বর খান'স টিউটোরিয়াল শিক্ষার্থীদের জন্য একমাস ফ্রি কোচিংয়ের ঘোষণা দিয়েছে। শিক্ষার্থীরা ৫ মাসের ফি দিয়ে ৬ মাস পড়তে পারবে খান'স টিউটোরিয়ালে।