খবর প্রকাশিত: ১১ জানুয়ারী, ২০২৪, ০১:২৫ এএম
বাংলাদেশের নদ-নদী রক্ষায় করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্সের উদ্যোগে এ বৈঠক আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি এটিএন বাংলা ইউকে ফ্রান্স প্রতিনিধি তাজ উদ্দিনের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন সভাপতি চৌধুরী সালেহ আহমদ।
প্রধান আলোচক ও সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, নদী গবেষক সাংবাদিক শাহাবুদ্দিন শুভ। সমাজসেবক সাব্বির আহমদের পবিত্র কুরআন তিলাওয়াত শেষে শুভ উদ্বোধন ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন আর টিভি ফ্রান্স প্রতিনিধি কলামিস্ট তাইজুল ফয়েজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক সুব্রত ভট্টাচার্য শুভ, ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়ছল উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ সালেহ আহমদ, প্যারিস বাংলা প্রেসক্লাবের সভাপতি শাহ সোহেল, ইউরো ফোকাসের সিইও এম আলী চৌধুরী, প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি আহমদ সাবুল, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক ছাত্রনেতা ইয়াকুব খন্দকার শুভ, সমাজসেবক আব্দুর রহমান, শাহেদ আহমদ, ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্সের সহ-সভাপতি নাজমুল হক, মোহাম্মদ রুকন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে ও প্রখ্যাত সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ মোনাজাত করেন মাওলানা নুরুল ইসলাম।