NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার সেই নারীর পরিচয় জানা গেলো যুক্তরাষ্ট্রে সামরিক খাতে ৯৪৬ বিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীকে সহায়তা করায় বিচারক গ্রেপ্তার প্রধান উপদেষ্টার সঙ্গে কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাডের সাক্ষাৎ ভারতীয় গণমাধ্যম পরিস্থিতিকে ‘অতিরঞ্জিত’ করছে - পাকিস্তানের মন্ত্রী সব আনুষ্ঠানিকতা শেষে সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত ৭৫০
Logo
logo

হৃত্বিকের সঙ্গে আলোচিত সেই ছবির প্রস্তাব ফিরিয়ে আনন্দিত কেন কারিনা?


খবর   প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৩, ০৬:১৭ পিএম

হৃত্বিকের সঙ্গে আলোচিত সেই ছবির প্রস্তাব ফিরিয়ে আনন্দিত কেন কারিনা?

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর। তার অভিনীত অনেক ছবি ‘বক্স অফিসে’ হিট করেছে। অন্যদিকে, বলিউডের আরেক অভিনেতা হৃত্বিক রোশান। তারও বেশ কিছু ব্যবসা সফল ছবি রয়েছে। 

২০০০ সালে ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে হৃত্বিকের। সিনেমাটিতে তার বিপরীতে ছিলেন আমিশা পাটেল। এটি পরিচালনা করেন হৃতিকের বাবা রাকেশ রোশান।

একই বছরে বলিউডে আত্মপ্রকাশ করেন রণধীর কাপুরের মেয়ে কারিনা কাপুর খান। হৃত্বিকের সেই ‘কাহো না পেয়ার হ্যায়’ সিনেমার মাধ্যমে কারিনার বলিউডে অভিষেক হওয়ার কথা ছিল। কিন্তু এ সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেন এই অভিনেত্রী।

 

রোমান্টিক-অ্যাকশন ঘরানার এ সিনেমা মুক্তির পর দারুণ জনপ্রিয়তা লাভ করে। ১০ কোটি রুপি বাজেটের সিনেমাটি আয় করেছিল ৮০ কোটি রুপি। এমন জনপ্রিয় সিনেমার প্রস্তাব ফিরিয়ে মোটেও আফসোস নেই কারিনার। বরং সিনেমাটির অংশ না হওয়ায় আনন্দিত তিনি! বলিউড লাইফ ডটকম এ খবর প্রকাশ করেছে।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে কারিনা কাপুর খান বলেন, “এ সিনেমায় অভিনয় করলে অবশ্যই আমি তারকা হয়ে যেতাম। কিন্তু সিনেমাটির অংশ না হয়ে আমি আনন্দিত।” কিন্তু কী এমন কারণ রয়েছে, যার জন্য এতটা আনন্দিত কারিনা?

সিনেমাটির প্রস্তাব নাকচ করার কারণ ব্যাখা করে কারিনা কাপুর খান বলেন, “হৃত্বিকের বাবা (রাকেশ রোশান) তার ছেলের প্রতিটি ফ্রেমের জন্য ৫ ঘণ্টা ব্যয় করেছেন। আর আমিশার জন্য ৫ সেকেন্ডও ব্যয় করেননি। সিনেমাটি দেখলেই বুঝতে পারবেন, আমিশার মুখের ব্রণ এবং চোখের নীচের কালো দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। আমিশাকে দেখতে মোটেও সুন্দর লাগছিল না। কিন্তু হৃত্বিকের প্রতিটি শট স্বপ্নের মতো। মূলত সিনেমাটি হৃত্বিকের জন্যই নির্মাণ করা হয়েছিল।”

কারিনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাল সিং চাড্ডা’। হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার হিন্দি রিমেক এটি। ১৮০ কোটি রুপি বাজেটের এই সিনেমা মাত্র ৫০ কোটি রুপির একটু বেশি আয় করে। কারিনা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেন আমির খান, মোনা সিং ও নাগা চৈতন্য। ‘লাল সিং চাড্ডা’ পরিচালনা করেন অদ্বৈত চন্দন।