আর্ন্তজাতিক ডেস্ক: ইসরায়েলের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরো ছয়জন। স্থানীয় সময় সোমবার (২২ মে) ভোরে পশ্চিম তীরের নাবলুস এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ইসরায়েলি সৈন্যদের সাথে সংঘর্ষে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন।