NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

ঋষি সুনাকের ‘লাল মোজা’ নিয়ে জাপানিদের মাতামাতি


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৩:৫৪ এএম

ঋষি সুনাকের ‘লাল মোজা’ নিয়ে জাপানিদের মাতামাতি

গ্রুব অব সেভেন (জি-৭) জোটের সম্মেলনে অংশ নিতে বর্তমানে জাপানের হিরোশিমা শহরে আছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

জাপানে পৌঁছানোর পর বৃহস্পতিবার (১৮ মে) রাতে দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে নৈশভোজে অংশ নেন সুনাক। সেখানেই জাপানি প্রধানমন্ত্রীর সঙ্গে একটি ছবি তোলেন তিনি। ছবিটিতে দেখা যায়— তিনি একটি লাল মোজা পরে আছেন। আর সেই মোজার দিকে হাতের আঙ্গুল দিয়ে ইঙ্গিত করছেন কিশিদা। এ সময় দুইজনই হাসছিলেন।

আর সুনাকের এই লাল মোজা পরিহিত ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ জাপানিদের মধ্যে বেশ মাতামাতি চলছে। কারণ সুনাক যে মোজা জোড়া পরে আছেন সেটিতে হিরোশিমা টোয়ো কার্প নামের একটি ক্রীড়া দলের লোগো রয়েছে।

হিরোশিমা টোয়ো কার্প নামের এ দলটি জাপানের পেশাদার বেসবল লিগে খেলে থাকে। হিরোশিমা শহর ভিত্তিক এ দলটি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সবচেয়ে প্রিয় এবং তিনি এটিকে সমর্থন করেন।

মূলত জাপানি প্রধানমন্ত্রীর প্রিয় জিনিসগুলো সম্পর্কে জানার পরই ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাক এ মোজা পরে তাকে চমকে দিয়েছেন।

এ বিষয়টিই জাপানিদের বেশ অভিভূত করেছে। তাদের মতে সুনাক বেশ ভালোই প্রস্তুতি নিয়ে এরপর হিরোশিমায় এসেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে একজন লিখেছেন, ‘পছন্দের সবকিছুকে ছাড়িয়ে গেছে। আর আমি খুবই অবাক হয়েছি এই ব্রিটিশ কতটা প্রস্তুতি নিয়ে এসেছে।’

হিরোশিমার একটি মোজার দোকান টুইটে লিখেছে, ‘এর থেকে ভালো খবর আর হতে পারে না।’ পাশে একটি কান্নার ইমোজি ব্যবহার করেছে দোকানটি।

রাজধানী টোকিওতে অবস্থিত ব্রিটিশ দূতাবাস এই দুই নেতার ছবিটি প্রকাশ করে। ছবিটির শিরোনামে দূতাবাস লিখেছে, ‘দুই প্রধানমন্ত্রী আরও ঘনিষ্ঠ হচ্ছেন।’