NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১৬, ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
সাম্য হত্যার আসামি গ্রেফতার করা পুলিশ টিম পেলো লাখ টাকা পুরস্কার ভাড়া কমানোর আহ্বান বেবিচকের, সায় দিলো এয়ারলাইনগুলো কাতারের বিমান উপহার: ট্রাম্পের সমালোচনা করছেন তার সমর্থকরাও ২৮তম লা লিগা শিরোপা ঘরে তুললো বার্সেলোনা সমালোচিত নায়িকা, ‘দ্য রয়্যালস’ সিরিজের ১১টি ভুল পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব
Logo
logo

সিলেটি অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির কার্য নির্বাহী কমিটি পুনর্গঠন


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ পিএম

সিলেটি অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির কার্য নির্বাহী কমিটি পুনর্গঠন

কানাডার স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ক্যালগেরি নর্থ ইস্টের সিলেটি অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির অস্থায়ী কার্যালয়ে সমিতির এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব রুপক দত্তের সভাপতিত্বে ও জুবায়ের সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বর্তমান সাধারণ সম্পাদক কয়েস চৌধুরীকে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি নির্বাচিত হওয়ায় সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

গঠনতন্ত্রের বাধ্যবাধকতা অনুযায়ী কয়েস চৌধুরীর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনে কিছু সীমাবদ্ধতা থাকায় সভায় উপস্থিত সকল সদস্য নতুন সদস্য সচিব নির্বাচনের জন্য একমত পোষণ করেন।

বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব কিরণ বনিক শংকরের প্রস্তাবনায় উপস্থিত সকল সদস্যের স্বতঃস্ফূর্ত সমর্থনে বিশিষ্ট কলামিস্ট ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মাহমুদ হাসানকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করার সর্ব সম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

 

সমিতির সভাপতি রুপক দত্ত, বিদায়ী সাধারণ সম্পাদক কয়েস চৌধুরী, বিশিষ্ট প্রকৌশলী মোহাম্মদ কাদির, কিরণ বনিক শংকর, ঝুমক দত্ত, জুবায়ের সিদ্দিকীসহ উপস্থিত সকলেই নবনির্বাচিত সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন।

এই বিশেষ বর্ধিত সভায় বিগত বছরের সমিতির কার্যক্রম নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। ২০২২ সালে বৃহত্তর সিলেটের প্রলয়ঙ্কারী বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় সিলেটি অ্যাসোসিয়েশনের কার্যকর ভূমিকা নিয়ে উপস্থিত সকলেই সন্তোষ প্রকাশ করেন। 

সকলের সর্বসম্মত সিদ্ধান্তে আগামী ২৯ জুলাই শনিবার সমিতির বার্ষিক বনভোজন আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই দিনে জুবায়ের সিদ্দিকীর কুইন এলিজাবেথ অ্যাওয়ার্ড প্রাপ্তি, প্রকৌশলী মোহাম্মদ কাদিরের আলবার্টা প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন নির্বাচিত হওয়া এবং কয়েস চৌধুরী বিসিএওসি’র সভাপতি নির্বাচিত হওয়ায় তাদেরকে সমিতির পক্ষ থেকে সংবর্ধিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।