NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ | ১৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
আফ্রিকায় জিম্মি করে মুক্তিপণ, মানবপাচার চক্রের মূল হোতা আটক পোপ ফ্রান্সিসকে শ্রদ্ধা জানাতে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রধান উপদেষ্টা পোপ ফ্রান্সিসের শেষকৃত্য আজ, ড. ইউনূসসহ ভ্যাটিকানে বিশ্বনেতারা কিয়েভে হামলা, পুতিনকে ‘থামতে’ বললেন ট্রাম্প কাশ্মীরে হামলা ভারতের ‘সাজানো নাটক’, দাবি পাকিস্তানের কাশ্মীর হামলায় সরব হলেন সোনাক্ষী সিনহা ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা
Logo
logo

যুদ্ধ শুরুর পর প্রথমবার এশিয়া আসছেন জেলেনস্কি


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:২৯ পিএম

যুদ্ধ শুরুর পর প্রথমবার এশিয়া আসছেন জেলেনস্কি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বাঁধার পর প্রথমবারের মতো এশিয়ায় আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি এশিয়ার দেশ জাপানে শুরু হওয়া গ্রুপ অব সেভেন (জি-৭) বার্ষিক সম্মেলনে যোগ দেবেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন।

জাপানের হিরোশিমায় আজ শুক্রবার (১৯ মে) থেকে এ সম্মেলন শুরু হয়েছে। যা আগামী তিনদিন চলবে।

তিনদিনের এ সম্মেলনের প্রধান আলোচ্য বিষয়ই হলো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এই সম্মেলন থেকে জোটভুক্ত দেশগুলো একটি শক্তিশালী যৌথ বিবৃতি প্রকাশ করবে। এছাড়া তাদের এজেন্ডায় রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার বিষয়টিও রয়েছে।

ইউক্রেন গত কয়েকদিন ধরেই বলে আসছে— দখলকৃত অঞ্চলগুলো থেকে রুশ সেনাদের হটিয়ে দিতে তারা খুব শিগগিরই পাল্টা আক্রমণ শুরু করবে। এর অংশ হিসেবে পশ্চিমা দেশগুলোর সমর্থন জোরালো করার চেষ্টা করছেন জেলেনস্কি। যেন পাল্টা আক্রমণ শুরুর পর তার সেনাদের মিত্রদেশগুলো পর্যাপ্ত অস্ত্র দিয়ে সহায়তা করে।

বিশ্বের সাত বৃহৎ অর্থনৈতিক দেশ— কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত জি-৭ জোট। আর জোটভুক্ত দেশগুলো যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনকে প্রায় সব ধরনের সহায়তা করে আসছে।

জেলেনস্কি এশিয়া সফরে আসছেন ইউরোপের চার দেশ জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য ও ইতালি ভ্রমণ শেষে। ওই দেশগুলোর নেতারা ইউক্রেনীয় প্রেসিডেন্টকে আরও অস্ত্র সহায়তা দেওয়ার প্রতিশ্রতি দিয়েছেন।

এদিকে এর আগে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছিল, প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে জেলেনস্কি ভার্চ্যুয়ালি জি-৭ জোটের সম্মেলনে যোগ দেবেন। তবে এখন স্বশরীরেই দেশটিতে উপস্থিত হচ্ছেন তিনি।