আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যে ১৮ বছর বয়সী এক বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, আলবুকার্ক থেকে প্রায় ২৯০ কিলোমিটার (১৮০ মাইল) উত্তর-পশ্চিমে নিউ মেক্সিকোর ফার্মিংটনের একটি আবাসিক এলাকায় সোমবার অস্ত্রধারী কিশোরের গুলিতে দুই পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে স্থানীয় একটি গির্জার বাইরে পুলিশ তাকে গুলি চালিয়ে হত্যা করে।
ফার্মিংটনের ডেপুটি পুলিশ চিফ বারিক ক্রাম এক সংবাদ সম্মেলনে বলেছেন, এ ঘটনায় দুই পুলিশসহ আহত হয়েছেন আরো ৯ জন। বন্দুকধারী শুধু একজনই ছিলেন। ১৮ বছর বয়সী কিশোর। নিহত তিনজনের বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। এই হামলার উদ্দেশ্যও স্পষ্ট নয়। পুলিশ চিফ বারিক ক্রাম বলেন, ‘আমরা এখনো বের করার চেষ্টা করছি কেন সে এই এলাকায় এসেছিল।’