NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১৮, ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
৯ মাসে জুলাই যোদ্ধাদের ওপর ৩৮ হামলা, নিহত ২ : বাংলাফ্যাক্ট সৌদি পৌঁছেছেন ৪৯১০৩ হজযাত্রী, আরও একজনের মৃত্যু ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর: কূটনীতির আলোচনায় উপেক্ষিত মানবাধিকার আরব আমিরাতকে হারিয়ে সিরিজে শুভ সূচনা টাইগারদের মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ঠেকিয়েছে যুক্তরাষ্ট্র -ডোনাল্ড ট্রাম্প গাজায় বড় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরও গভীর তুরস্ক-পাকিস্তান সম্পর্ক রোনালদোকে ছাড়া খেলতে নেমে এবার বড় ধাক্কা আল নাসরের ফিরছে লাক্স সুপারস্টার প্রতিযোগিতা
Logo
logo

ইন্দো-প্যাসিফিকে কারো আধিপত্য চায় না অস্ট্রেলিয়া


খবর   প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৩, ১০:৫৫ এএম

ইন্দো-প্যাসিফিকে কারো আধিপত্য চায় না অস্ট্রেলিয়া

ঢাকা: ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কোনো দেশ আধিপত্য প্রতিষ্ঠা করুক বা কোনো দেশ অন্যের আধিপত্যের শিকার হোক—এর কোনোটিই চায় না অস্ট্রেলিয়া। বাংলাদেশ যে ইন্দো-প্যাসিফিক রূপরেখা ঘোষণা করেছে তাকেও অস্ট্রেলিয়া স্বাগত জানিয়েছে। অস্ট্রেলিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী টিম ওয়াটসের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি গতকাল সোমবার এ তথ্য জানায়।

টিম ওয়াটস ভারত মহাসাগর সম্মেলন উপলক্ষে গত শুক্রবার ঢাকা সফর শুরু করেন। গতকাল তিনি ভুটানে গেছেন। ঢাকায় অস্ট্রেলীয় হাইকমিশন বলেছে, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা ইস্যুতে আমাদের যৌথ স্বার্থ এগিয়ে নিতে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ যৌথভাবে কাজ করে যাচ্ছে।

অস্ট্রেলিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, কারো আধিপত্যমুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়তে সব দেশের প্রচেষ্টা প্রয়োজন। বাংলাদেশের ইন্দো-প্যাসিফিক রূপরেখাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এটি একটি অন্তর্ভুক্তিমূলক অঞ্চলের পক্ষে যুক্তি তুলে ধরেছে।

টিম ওয়াটস একটি ‘কৌশলগত ভারসাম্য’ রক্ষার ওপর জোর দেন। তাঁর প্রত্যাশা, প্রতিটি দেশ তার ভবিষ্যৎ সম্পর্কে জোর-জবরদস্তি ছাড়াই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবে এবং এখানে সার্বভৌমত্বকে সম্মান করা হবে। তিনি বলেন, বাংলাদেশের ইন্দো-প্যাসিফিক রূপরেখায় এই অঞ্চলের বিষয়ে অস্ট্রেলিয়ার নীতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

অস্ট্রেলিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়া শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও স্থিতিস্থাপক ইন্দো-প্যাসিফিক এবং ভারত মহাসাগর অঞ্চল প্রত্যাশা করে। অস্ট্রেলিয়ার আরো প্রত্যাশা, এই অঞ্চল নিয়মভিত্তিক ও আন্তর্জাতিক আইন সমুন্নত রেখে পরিচালিত হবে।

তিনি বলেন, তার দেশ ঢাকায় অস্ট্রেলীয় হাইকমিশনে একজন প্রতিরক্ষা উপদেষ্টা পাঠিয়েছে। অস্ট্রেলিয়াও বাংলাদেশ হাইকমিশনে একজন প্রতিরক্ষা উপদেষ্টাকে স্বাগত জানাবে।