NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo

সূর্যকুমারের সেঞ্চুরিতে ম্লান রশিদের অলরাউন্ড নৈপুণ্য


খবর   প্রকাশিত:  ২১ নভেম্বর, ২০২৩, ০৮:৪৫ এএম

সূর্যকুমারের সেঞ্চুরিতে ম্লান রশিদের অলরাউন্ড নৈপুণ্য

ইনিংসের শেষ বলে ছয় মেরে আইপিএলের প্রথম সেঞ্চুরি পেয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের মারকুটে ব্যাটার সূর্যকুমার যাদব। তার সেঞ্চুরিতে ২১৮ রানের বড় পুঁজি পেলেও সেটিকে প্রায় ধরে ফেলেছিলেন গুজরাটের রশিদ খান। আফগান এই লেগ-স্পিনার এদিন রীতিমতো অলরাউন্ডার বনে যান। বল হাতে ৪ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ১০ ছক্কায় ৩২ বলে করেছেন ৭৯ রান। তার ঝড়ো ব্যাটিংয়ে এক সময় সূর্যের সেঞ্চুরি ম্লান করে গুজরাটের জয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত শেষ হাসি হেসেছে মুম্বাই।

আইপিএলের শুরুতে ছন্দহীন সূর্যর সর্বশেষ ছয় ইনিংসে এটি পঞ্চম পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস। আর পঞ্চম ফিফটিকে তিনি আইপিএলের প্রথম সেঞ্চুরিতে পরিণত করেন, যা চলমান আসরের চতুর্থ সেঞ্চুরি। ৩২ বলে ৫০ রান করা সূর্য ৪৯ বলেই সেঞ্চুরি পূর্ণ করেছেন। অর্থ্যাৎ পরবর্তী ৫০ করতে তিনি মাত্র ১৯ বল খেলেন।

এর আগে শুক্রবার (১২ মে) টসে হেরে গুজরাট টাইটান্সের বিপক্ষে মুম্বাই আগে ব্যাটিংয়ে নামে। মুম্বাইয়ের ওপেনিংয়ে দলকে ৬১ রান এনে দেন ঈশান কিশান ও রোহিত শর্মা। কিশান ২০ বলে ৩১ করে রশিদের লেগ বিফোরের ফাঁদে পড়েন। এরপর রোহিতও ১৮ বলে ২৯ রান করে রশিদের শিকার হন। টানা রানখরায় ভুগে নিজেকে হারিয়ে খুঁজছেন রোহিত।

আফগান স্পিনারের সামনে অন্যরা যখন খাবি খাচ্ছিলেন, সেখানে সূর্যকুমার ব্যতিক্রম। ক্রিজের একপ্রান্ত আগলে রেখে শুরুতে ধীরস্থির ব্যাট করে যান তিনি। চতুর্থ উইকেটে বিষ্ণু বিনোদের সঙ্গে গড়েন ৬৫ রানের জুটি। বিনোদ ২০ বলে ৩০ রান করে আউট হন। অন্যপ্রান্তে এভাবে ব্যাটার বদল হলেও, সেঞ্চুরির পথে অটল ছিলেন সূর্য। ওয়ানডে ও টেস্টে এখনও সেঞ্চুরি না পাওয়া এই নম্বর ওয়ান টি-টোয়েন্টি ব্যাটার ফরম্যাটটিতে চতুর্থ সেঞ্চুরি তুলে নেন। তবে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে প্রথম ম্যাজিক ফিগারের ছোঁয়া পেলেন সূর্য। ইনিংসের শেষ তিন বলের মধ্যে দুটি ছক্কা মেরে তিনি শতক পূর্ণ করেন। 

গুজরাটের হয়ে এদিন বল হাতে সফল কেবল রশিদ খান। ৪ ওভার বল করে ৩০ রান খরচায় ৪ উইকেট তুলে নিয়েছেন তিনি। এরপর মোহিত শর্মার এক উইকেট প্রাপ্তি ছাড়া বাকি সব বোলারই ব্যর্থ হয়েছেন।

২১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় গুজরাট। টপ অর্ডারের তিন ব্যাটারই ফিরেছেন ২৬ রানের মধ্যে। এরপর বিজয় শংকরকে নিয়ে ইনিংস টেনে তোলার দায়িত্ব নেন ডেভিড মিলার। শংকর ২৯ রানে আউট হলে আবার ধাক্কা খায় গুজরাট। এরপর রাহুল তেওয়াতিয়া, রশিদ খানরা হারের ব্যবধান খুব বেশি কমাতে পারেননি। ৪১ রান করেছেন মিলার।