ঢাকা: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাওয়ায় সাবেক বরখাস্ত মেয়র মো. জাহাঙ্গীর আলমের বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ বুধবার রাজধানীর একটি হোটেলে বিদুৎচালিত যানের কর্মশালায় যোগ দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।