ঢাকা: আবহাওয়া অধিদপ্তর গত ২ মে চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস ও এপ্রিল মাসের আবহাওয়ার বিশ্লেষণ প্রকাশ করেছে। মে মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে তারা জনিয়েছে, চলতি মাসে দেশের পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ (৪০-৪১.৯ ডিগ্রি সেলসিয়াস) হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য জায়গায় এক থেকে দুটি মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৩৮-৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকতে পারে। মে মাসে স্বাভাবিক বৃষ্টিপাত ও কালবৈশাখীর সম্ভাবনার কথাও জানায় অধিদপ্তর।
এপ্রিল মাসের বিশ্লেষণে বলা হয়, এপ্রিলে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হয়েছে। এ মাসে দেশের স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ১৩৪ মিলিমিটার হলেও এবার গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪৫ মিলিমিটার। অর্থাৎ এপ্রিলে দেশে স্বাভাবিকের চেয়ে ৬৬.৪ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে।