NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ | ১৩ বৈশাখ ১৪৩২
Logo
logo

নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেলের বাবার ইন্তেকাল


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৪১ পিএম

নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেলের বাবার ইন্তেকাল

নিউইয়র্ক: নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল ড. মনিরুল ইসলামের পিতা হাজী মোহাম্মদ সুলতান হোসেন (৭২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (৭ মে) বিকেল ৫টা ১৫ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ (কার্ডিয়াক অ্যারেস্ট) হয়ে মারা যান তিনি।

ডেপুটি কন্সাল জেনারেল এস এন নাজমুল হাসান জানান, মরহুমের নামাজে জানাযা স্থানীয় সময় সোমবার বাদ যোহর (বাংলাদেশ সময় মঙ্গলবার প্রথম প্রহর) জ্যামাইকা মুসলিম সেন্টার মসজিদে অনুষ্ঠিত হবে। একইদিন রাতের ফ্লাইটে তার লাশ বাংলাদেশে পাঠানো হবে। মাদারিপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

বাংলাদেশ সোসাইটির মো. রব মিয়া এবং সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী, বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এম আজিজ, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার এবং সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারি, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, সেক্রেটারি মো. আবুল কাশেম, বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভির সিইও ও চেয়ারম্যান আলিম খান আকাশ পৃথক পৃথক বিবৃতিতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।