NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
৫০ কোটির প্রকল্প ২৫ কোটিতেই সম্পন্ন, প্রধান উপদেষ্টার প্রশংসা আলজেরিয়ার সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা মহান মে দিবস আজ আমি পোপ হতে চাই, এটাই এক নম্বর পছন্দ: ট্রাম্প ভারত-পাকিস্তান উত্তেজনা, ১০ ফ্লাইট বাতিল করলো পিআইএ তিন নায়কের প্রতিদ্বন্দ্বিতা, জমজমাট ঢালিউড চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা
Logo
logo

পোর্ট সুদানে ৬৫০ বাংলাদেশি, জাহাজ ছাড়বে আজ


খবর   প্রকাশিত:  ১৪ ডিসেম্বর, ২০২৩, ১০:৩৬ পিএম

পোর্ট সুদানে ৬৫০ বাংলাদেশি, জাহাজ ছাড়বে আজ

ঢাকা: সুদানের রাজধানী খার্তুম ছেড়ে গতকাল বুধবার ভোরে পোর্ট সুদানে পৌঁছেন প্রায় ৬৫০ জন বাংলাদেশি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সৌদি আরবের জাহাজে জায়গা থাকা সাপেক্ষে আজ বৃহস্পতিবার তাঁদের পোর্ট সুদান থেকে জেদ্দা বন্দরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। তাঁদের জেদ্দায় রাখার সব প্রস্তুতিও নেওয়া হয়েছে।

সৌদি কর্তৃপক্ষের বেঁধে দেওয়া সময় অনুযায়ী, জেদ্দায় পৌঁছার ৭২ ঘণ্টার মধ্যে তাঁদের দেশে ফেরত আনার সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। এ নিয়ে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী গত মঙ্গলবার সৌদি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল থেকে সুদানে বড় ধরনের সংঘাত চলছে। প্রায় দেড় হাজার সুদানপ্রবাসী বাংলাদেশির মধ্যে ৭০০ জন দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। সুদান পরিস্থিতি অনিরাপদ হওয়ায় বাকিদেরও ফিরে আসতে বাংলাদেশ সরকার অনুরোধ জানিয়েছে।

এদিকে ভারতের গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সুদান থেকে ভারতীয়দের পাশাপাশি কয়েকজন বাংলাদেশিকেও সরিয়ে এনেছে। এর আগে সৌদি আরবও প্রায় ৩৫ জন বাংলাদেশিকে সুদান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছে।

এদিকে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সভায় সুদানে অবিলম্বে যুদ্ধ বন্ধ এবং শান্তির আহ্বান জানিয়েছে বাংলাদেশ। গতকাল বুধবার জেদ্দায় ওআইসি সদর দপ্তরে সুদান পরিস্থিতি নিয়ে ওআইসির এক জরুরি সভায় বিবদমান সুদানের সশস্ত্র বাহিনী এবং সুদান র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) প্রতি বাংলাদেশ এই আহ্বান জানায়। ওআইসির স্থায়ী প্রতিনিধি এবং সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। সভার শুরুতেই ওআইসি মহাসচিব হিসেন ব্রাহিম তাহা সুদান পরিস্থিতি সম্পর্কে তাঁর বক্তব্য তুলে ধরেন।

বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, চলমান লড়াই শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য সুদানের জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষাকে ক্ষুণ্ণ করছে। যুদ্ধের ফলে বিপুলসংখ্যক মানুষের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি এবং ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সেখানে ব্যাপক লুটপাট হচ্ছে। স্থানীয় জনগণ, বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকরা লুটপাটের শিকার হচ্ছেন।

জাবেদ পাটোয়ারী বলেন, সুদানে প্রায় দেড় হাজার বাংলাদেশি প্রত্যাবাসনের জন্য অপেক্ষা করছেন। সুদান থেকে বাংলাদেশিসহ বিদেশিদের সরিয়ে নিতে সৌদি আরবের আন্তরিক প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান রাষ্ট্রদূত।  তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতসহ আরো কয়েকটি দেশও সেখান থেকে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।